২৪ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:০৯, ২৪ জানুয়ারি ২০২৬

বন্দরে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজাসহ বিল্লাল হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ।

গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন কুমিল্লা অঞ্চলের মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার রুগুরামপুর এলাকার জলিল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর থানাধীন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কামতাল বাশার পেপার মিলের সামনে ঢাকাগামী যাত্রীবাহী এশিয়া এয়ারকন পরিবহনে (ঢাকা মেট্রো-ব-১৫-১৯৭৬) তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা বিল্লাল হোসেনের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই মো. সোহাগ বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেনকে শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে উক্ত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই মো. সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঢাকাগামী এশিয়া এয়ারকন পরিবহনে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় অবাধে গাঁজা সরবরাহ ও বিক্রি করে আসছিল। তার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলমান রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়