০৩ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৮, ২ জানুয়ারি ২০২৬

বন্দরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বন্দরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুভকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও লায়ন্স ইন্টারন্যাশনালের জেলা গভর্নর, সমাজসেবক মাসুদুজ্জামান মাসুমের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে বন্দর উপজেলার শুভকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিন শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে মাসুদুজ্জামান মাসুম বলেন, “শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। শীতবস্ত্রের অভাবে অসহায় মানুষ প্রচ- কষ্টে দিন কাটাচ্ছে। সমাজের বিত্তবানদের প্রতি আমার আহ্বান, আপনারাও অসহায়দের পাশে দাঁড়ান। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে শীতার্ত মানুষ এই দুর্ভোগ থেকে কিছুটা হলেও রেহাই পাবে।”

এ সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মফিজুল ইসলাম, সমাজসেবক তাজ মোহাম্মদ, আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা সিদ্দিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে সমাজসেবক মাসুমুজ্জামান মাসুম স্থানীয় এলাকায় একটি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

সর্বশেষ

জনপ্রিয়