বন্দরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হামলা, আহত ২
নারায়ণগঞ্জের বন্দরে একরামপুর এলাকায় চিহ্নিত মাদক কারবারিদের হামলায় দুই যুবক রক্তাক্ত আহত হয়েছেন। হামলার সময় তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে একরামপুর বাজারের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর ইস্পাহানী মসজিদপাড়া এলাকার মৃত মালেক সরদারের ছেলে মনির সরদার (৩৮) এবং একই এলাকার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে তার বন্ধু রুবেল (৩৬)।
স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আহত মনির সরদার বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একরামপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন, সাদ্দাম হোসেন, শুক্কুর, রিপন ও চিতাশাল এলাকার ইমরান হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত। তারা ঘটনার দিন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার একটি কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় লোকসমাগম হলে মনির ও রুবেলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা দুজনের ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগে বলা হয়, আনোয়ার হোসেন ধারালো কাঁচি দিয়ে মনির সরদারের ডান চোখের ওপর ও পিঠে আঘাত করে গুরুতর জখম করেন। সাদ্দাম লোহার বাটখারা দিয়ে মারধর করেন। অন্য অভিযুক্তরাও রুবেলকে মারধর করে আহত করেন।
হামলার সময় মনির সরদারের পকেট থেকে নগদ ২৬ হাজার ৯০৬ টাকা এবং রুবেলের কাছ থেকে একটি রিয়েলমি ব্র্যান্ডের স্মার্টফোন ও আনুমানিক ১ ভরি ৮ আনা ওজনের একটি রুপার ব্রেসলেট ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।





































