বন্দরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের বন্দরে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে লিজান (২০) এবং একই এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে টিটু (৪০)।
এ ঘটনায় বন্দর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসাইন বাদী হয়ে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকার বালুর মাঠে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্রের উৎস ও তাদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি জানান।





































