১৪ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৫, ১৩ ডিসেম্বর ২০২৫

বন্দরে গোয়াল ঘরের দরজা ভেঙে রাখালের ঝুলন্ত লাশ উদ্ধার

বন্দরে গোয়াল ঘরের দরজা ভেঙে রাখালের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গোয়াল ঘরের দরজা ভেঙে আমিনুল ইসলাম (৩০) নামে এক রাখালের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুর এলাকায় আব্দুল আউয়াল মাস্টারের বাড়ির গোয়াল ঘরের পাশের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার বোরগাঁও এলাকার আবু সিদ্দিক মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাজীপুর এলাকায় আব্দুল আউয়াল মাস্টারের বাড়িতে রাখালের কাজ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১২টা থেকে শনিবার ভোর ৬টার মধ্যে যে কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন। সকালে সাড়া না পেয়ে সন্দেহ হলে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন ও স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, “মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

সর্বশেষ

জনপ্রিয়