বন্দরে ছাত্র আন্দোলনে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে ২২নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও আমিন আবাসিক পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি মোজাম্মেল হককে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃত মোজাম্মেল হক বন্দর ২২নং ওয়ার্ডের আমিন আবাসিক এলাকার বাদশা মিয়ারের ছেলে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ১১(৯)২৪ইং মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বন্দর থানার ২২নং ওয়ার্ডের আমিন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তথ্য সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্যবিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়। এই হামলার সম্পৃক্ততার অভিযোগে মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়েছে।





































