বন্দরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নবীগঞ্জ কলেজ মাঠপাড়া এলাকার মজিবর মিয়ার ছেলে রায়হান (২৮) এবং দড়ি সোনাকান্দা এলাকার কাউছার মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩০)।
পুলিশ জানায়, শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় একরামপুর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে রায়হানকে এবং একই রাত সোয়া ১টায় দড়ি সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল বাশার ও এসআই আরিফ তালুকদার। তারা পৃথকভাবে বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
রোববার (১২ অক্টোবর) দুপুরে ধৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে বন্দর থানা পুলিশ।
থানা সূত্রে আরও জানা যায়, রায়হান ও বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে নিজ নিজ এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পুলিশ।