১৪ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৬, ১২ অক্টোবর ২০২৫

নিখোঁজের দুই দিন পর প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার, বন্ধু আটক

নিখোঁজের দুই দিন পর প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার, বন্ধু আটক

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের দুই দিন পর সামছুল হক (৩৬) নামে এক প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বন্ধু সবুজ মিয়া (৩০)-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে বন্দর থানার স্বল্পেরচক এলাকার ‘সমরক্ষেত্র ’৭১’-এর পাশে মুন্না মিয়ার পুকুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সামছুল হক ও তার বন্ধু সবুজ মিয়ার মধ্যে বৃহস্পতিবার রাতে একটি মোবাইল ফোন কেনাবেচা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। সবুজ সামছুলের কাছ থেকে একটি মোবাইল ফোন কিনেছিলেন, কিন্তু সেটি নষ্ট হয়ে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর থেকেই সামছুল হক নিখোঁজ ছিলেন।

শুক্রবার বিকেল তিনটার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে স্থানীয়রা পুকুরে ভেসে থাকা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, আটক সবুজ মিয়া পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার ইয়ানবী মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কবিলের মোড় এলাকায় তার বোনের বাসায় বসবাস করছেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, “মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”

সর্বশেষ

জনপ্রিয়