২৬ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:২৫, ২৫ আগস্ট ২০২৫

আপডেট: ২২:০৯, ২৫ আগস্ট ২০২৫

বন্দরে টুর্নামেন্টের নামে চাঁদাবাজি, প্রতিবাদ করায় ক্লাবে হামলা

বন্দরে টুর্নামেন্টের নামে চাঁদাবাজি, প্রতিবাদ করায় ক্লাবে হামলা

নারায়ণগঞ্জের বন্দরে টুর্নামেন্ট খেলার নামে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় জনতা ক্লাবে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় নজরুল ইসলাম মোল্লা বাদী হয়ে সোমবার (২৫ আগস্ট) দুপুরে নাজমুল ও তার পিতা মীর আলমগীরসহ আরও অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে বন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন।

এর আগে গত রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার জনতা ক্লাবে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পুরান বন্দর মোল্লাবাড়ী এলাকার মীর আলমগীর ও তার ছেলে নাজমুল দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। সম্প্রতি নাজমুল স্থানীয় টুর্নামেন্ট খেলার অজুহাতে বিভিন্ন মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় শুরু করে। এ ঘটনায় একই এলাকার মৃত নূর ইসলাম মোল্লার ছেলে নজরুল ইসলাম মোল্লা বাধা দেন।

এর জেরে রোববার রাতে মীর আলমগীর ও তার ছেলে নাজমুলসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনতা ক্লাবে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি ভাঙচুর চালিয়ে ক্লাবের জানালা ক্ষতিগ্রস্ত করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

জনপ্রিয়