বন্দর ধামগড়ে ইস্পাহানী-বুনিয়াদি সড়ক মেরামতের কাজ উদ্বোধন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজার থেকে চাঁন মার্কেট পর্যন্ত দীর্ঘদিন অবহেলিত ও চলাচলের অনুপযোগী ইস্পাহানী-বুনিয়াদি সড়কের মেরামত কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর বহুদিনের দাবির পরিপ্রেক্ষিতে শনিবার (২৪ মে) সকাল ১১টায় এ সড়ক মেরামত কাজের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ।
এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে এই মেরামতের উদ্যোগ গ্রহণ করেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব মো. মাকসুদ হোসেনের সহধর্মিণী নার্গিস মাকসুদ।
উদ্বোধনের সময় স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল থাকায় সাধারণ মানুষসহ শিক্ষার্থী ও রোগীদের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হতো। তারা সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কর্মকাণ্ডের আশাবাদ ব্যক্ত করেন।