আড়াইহাজারে শীর্ষ ডাকাত মুসা গ্রেপ্তার
আড়াইহাজার উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ ডাকাত মুসাকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মুসাকে মাহমুদ ইউনিয়নের লস্করদী এলাকা থেকে আটক করা হয়।
গ্রেপ্তার মুসা লস্করদী এলাকার মৃত আম্বর মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০ থেকে ১২টি ডাকাতি ও অস্ত্র আইনের মামলা রয়েছে।
স্থানীয়দের মতে, মুসা দীর্ঘদিন ধরে একটি ডাকাত দলের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
ওসি (তদন্ত) রিপন কুমার জানান, “গ্রেপ্তারকৃত মুসা দীর্ঘদিন ধরে ডাকাতি ও সশস্ত্র অপরাধের সঙ্গে জড়িত ছিল। তার কারণে এলাকার সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হবে।”
তিনি আরও জানান, মুসার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের পরিচয় পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের চেষ্টা চলছে।





































