আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৭ জুলাই) গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা মধ্যপাড়া ও মানিকপুর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৈতনকান্দা মধ্যপাড়ার বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে মো. আরিফ (৪০)-এর বাড়িতে রাত আনুমানিক ২টার দিকে ১০-১২ জনের একটি মুখোশধারী ডাকাতদল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ ৫ হাজার টাকা, বিকাশে থাকা ৫০ হাজার টাকা, একটি রেডমি স্মার্টফোন ও একটি বাটন মোবাইলসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
অপরদিকে, একই রাতে মানিকপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মো. মনির হোসেন (৪০)-এর বাড়িতে ঢুকে ডাকাতরা নগদ ৫ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”