০৬ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৩, ৬ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বাদ জোহর জালকুড়ি পশ্চিমপাড়ায় চেয়ারম্যান টেক্সটাইল মিলস সংলগ্ন স্থানে এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাতসহ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেলাল উদ্দিন প্রধান এবং পরিচালনা করেন ৯নং ওয়ার্ড বিএনপির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম।

এতে আরও উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, নাসিক ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসরাফিল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, সদস্য জাকির হোসেন, আবুল কালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আল-আমিন প্রধান, রাকিব প্রধান মেহেদী, মোহাম্মদ ইমাম হোসেন, তানভীর, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ রাজন ও মোহাম্মদ রনি।

সর্বশেষ

জনপ্রিয়