ডেঙ্গু আক্রান্ত সানিকে দেখতে হাসপাতালে বিএনপি নেতৃবৃন্দ
নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আনিসুল ইসলাম সানিকে দেখতে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, হোসিয়ারী সমিতির সভাপতি ও বিএনপি নেতা বদিউজ্জামাল বদু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, বিএনপি নেতা কামাল হোসেন, আক্তার হোসেন খোকন সাহা, আনোয়ার মাহমুদ বকুলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ সানির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। হাসপাতাল কক্ষে উপস্থিত নেতাকর্মীদের উপস্থিতি ও দোয়ায় সানি এবং তার পরিবার উজ্জীবিত বোধ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, সানির শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে রয়েছে।





































