মানুষের কল্যাণই হবে রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য: মাওলানা জব্বার
নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেছেন, “মানুষ বিশ্বাস করে আল্লাহর বিধান দিয়েই আগামীর সংসদ পরিচালিত হবে, ইনশাআল্লাহ। ন্যায়, সত্য ও আদর্শের ভিত্তিতে তারা এমন একটি রাষ্ট্র গঠন করতে চান, যেখানে প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং মানুষের কল্যাণই হবে রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য।”
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ভূঁইগড় বাসস্ট্যান্ড-সংলগ্ন মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, “ন্যায়, সত্য ও আদর্শ আমাদের রাজনৈতিক বিশ্বাসের মূলভিত্তি। জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে আল্লাহর বিধানই হবে আমাদের চূড়ান্ত দিশা। প্রত্যেক মানুষের অধিকার সুরক্ষার দায়িত্ব আমরা ঈমানি দায়িত্ব হিসেবে দেখি।”
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাঈন উদ্দিন মিয়া, মাওলানা সাইফুদ্দিন মুনির, মাহবুব আলম, কফিল আহমেদ, মাওলানা মুজিবুর রহমান, মুফতি জাহাঙ্গীর আলম, আমিন মাস্তান, প্রিন্সিপাল জাহিদুর রহমান ও নুরুন্নবী পালাসহ স্থানীয় নেতৃবৃন্দ।





































