‘জামায়াত শুধু স্বাস্থ্যসেবা নয়, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে’
নারায়ণগঞ্জের ৩০০ শয্যা (খানপুর) হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী অঙ্গসংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) সম্প্রতি একটি উন্নত মানের ফগার মেশিন প্রদান করেছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ, জেলা এনডিএফের নেতৃবৃন্দ এবং হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা।
মাওলানা মইনুদ্দিন আহমাদ তাঁর বক্তব্যে বলেন, “স্বাস্থ্য পরিচর্যা ইবাদতের অংশ। স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা আমাদের কর্তব্য। জামায়াতে ইসলামী শুধু স্বাস্থ্যসেবা নয়, বরং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে। ন্যায়ভিত্তিক সমাজে সবকিছু সহজ ও সুস্থভাবে পরিচালিত হয়।”
ডা. আব্দুল কাইউম এক নাগরিক হিসেবে ভবিষ্যৎ সাংসদের প্রতি মূল দাবিসমূহ তুলে ধরেন। তাঁর দাবির মধ্যে ছিল প্রত্যেক উপজেলায় মাদকাসক্তি প্রতিরোধ করা, হাসপাতালে চাঁদাবাজি বন্ধ করা, ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা।
হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. বাশার বলেন, “গত মাসে আমরা ২৬৯ জন ডেঙ্গু রোগীর ফ্রি চিকিৎসা দিয়েছি। তবে মাদকাসক্তদের দ্বারা সৃষ্ট উপদ্রব আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। জামায়াতের পক্ষ থেকে দেওয়া ফগার মেশিন আমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে।”
তিনি আরও দুটি ইসিজি মেশিন প্রদানের দাবি জানান, যাতে রোগীরা সার্বক্ষণিক সুবিধা পেতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ আব্দুল মোমিন, ১১নং ওয়ার্ড জামায়াত সভাপতি মুহাম্মদ খোরশেদ, জেলা এনডিএফের ডা. কাইউম, ডা. মালেক, ডা. আমিনুল ইসলাম, ডা. আশরাফুল ইসলাম, গাইনী ডা. সাবিনা আক্তার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের সমাপ্তিতে বিশেষ দোয়ার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।





































