নারায়ণগঞ্জ শহরে ২০টি মাদক স্পট আছে: তারেক রহমান
নারায়ণগঞ্জ শহরে অন্তত ২০টি স্পটে মাদক ব্যবসা চলে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব মাদক স্পট নিয়ন্ত্রণ ও নির্মূলের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, একই সঙ্গে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, গত দেড় দশকে নারায়ণগঞ্জে বহু বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল হয়েছে। সন্ত্রাসী অপরাধীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বেকার তরুণদের কর্মসংস্থানের জন্য জেলাভিত্তিক কারিগরি ও ভাষা শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।
জলাবদ্ধতা নিরসনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি পুনরায় চালুর ঘোষণাও দেন তারেক রহমান। তিনি বলেন, নদী–নালা ও খাল ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
জনসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম।
জনসভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী মনির হোসেন কাসেমী।





































