প্রার্থীতা ফিরে পেলেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই পর্বে স্থগিত রাখা চারজন প্রার্থীর প্রার্থীতা পুনর্বহাল করা হয়েছে। পুনঃতদন্ত শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে মনোনয়ন পুনঃযাচাই শেষে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
পুনর্বহাল হওয়া প্রার্থীরা হলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য রেজাউল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ইলিয়াস মোল্লা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী হাফিজুল ইসলাম।
এর আগে শনিবার সকালে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় এসব প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
জানা গেছে, নারায়ণগঞ্জ-২ আসনের তিন প্রার্থী রেজাউল করিম, ইলিয়াস মোল্লা ও হাফিজুল ইসলামের আয়কর বকেয়া সংক্রান্ত কিছু জটিলতা ছিল। অন্যদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আলীর একটি শিল্পকারখানার নভেম্বর মাসের গ্যাস বিল বকেয়া থাকায় তার মনোনয়ন স্থগিত করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট বিষয়গুলোর ব্যাখ্যা ও কাগজপত্র যাচাই শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।





































