০৩ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১১:০৫, ৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:১১, ৩ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-১: স্বতন্ত্র প্রার্থী দুলালের মনোনয়নপত্র বাতিল

নারায়ণগঞ্জ-১: স্বতন্ত্র প্রার্থী দুলালের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেনের (স্বতন্ত্র মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক রায়হান কবির এ সিদ্ধান্তের কথা জানান।

যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেন, "এক শতাংশ ভোটারের স্বাক্ষরের মধ্যে ১০টি তদন্ত করা হয়। তদন্তে ১টি ভোটার স্বাক্ষর করে ঠিক পাওয়া যায়নি। তাই এই আবেদনটি বাতিল ঘোষণা করা হল।"

এ বিষয়ে প্রার্থী বলেন, “আমি এর আগে নির্বাচন অফিসে অভিযোগ করেছি, আমার প্রতিপক্ষ প্রার্থীর আমার ভোটার তালিকা জানার কথা না। কিন্তু তারা কিভাবে জেনে যায়৷ বেগম খালেদা জিয়ার জানাজার দিন আমি ফোন পাই, তদন্ত কর্মকর্তারা ভোটারদের কাছে গিয়ে বলেছে তারা স্বাক্ষর করেন নাই। এ বিষয়ে আমার কাছে অভিও এবং ভিডিও প্রমাণ রয়েছে।"

উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। ইসি আপিল নিষ্পত্তি করবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।

এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

সর্বশেষ

জনপ্রিয়