আড়াইহাজারে আজাদসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৪
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও দল মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং চার জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ আসনের প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য মো. আতাউর রহমান খান আঙ্গুর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. হাফিজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াস মোল্লা, গণঅধিকার পরিষদের প্রার্থী কামরুল মিয়া এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. আবুল কালাম।
মনোনয়ন বাতিল করা হয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী মো. আবু হানিফ হৃদয়, স্বতন্ত্র প্রার্থী আবদুল আউয়াল, স্বতন্ত্র প্রার্থী মো. মিনহাজুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. হাবিবুল্লাহ।
রিটার্নিং কর্মকর্তা জানান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী মো. আবু হানিফ হৃদয় ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী আবদুল আউয়াল ও মো. মিনহাজুর রহমানের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাইয়ে সঠিক তথ্য না পাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. হাবিবুল্লাহ তার মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর তথ্য, ব্যাংক হিসাবের তথ্য সঠিকভাবে উল্লেখ করেননি। পাশাপাশি তার দাখিল করা হলফনামায় সম্পদের তথ্যও সঠিকভাবে উল্লেখ না থাকায় মনোনয়ন বাতিল করা হয়।
এর আগে সকালে এ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান খান আঙ্গুর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. হাফিজুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াস মোল্লার মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে বিকেলে পুনর্বিবেচনা শেষে তাদের মনোনয়ন ফিরিয়ে দিয়ে বৈধ ঘোষণা করা হয়।





































