০৩ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০৯:৪১, ৩ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে ৫৭ মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

নারায়ণগঞ্জে ৫৭ মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

নারায়ণগঞ্জের পাঁচটি আসনের বিপরীতে নির্বাচন কমিশনে জমা পড়া ৫৭টি মনোয়নপত্র যাচাই-বাছাই চলবে আজ শনিবার (৩ জানুয়ারি)। সকাল সাড়ে দশটায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক রায়হান কবিরের কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই চলবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রেনু।

তিনি বলেন, “প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই এর সিদ্ধান্ত জানানো হবে। কারও মনোনয়নপত্র বাতিল হলে তার কারণও প্রকাশ্যে জানানো হবে।”

তবে, মনোনয়নপত্র বাতিল হলে সংক্ষুব্ধ প্রার্থী নির্বাচন কমিশনে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আপিলের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে পর্যন্ত যাবার সুযোগ রয়েছে বলেও জানান এ নির্বাচন কর্মকর্তা।

কমিশনে আপিল করা যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবার পর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী ঘোষণা এবং প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তা।

গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তফসিল ঘোষণার পর নারায়ণগঞ্জের ৫টি আসনের বিপরীতে ৯৩টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে ৫৭টি জমা পড়ে।

তার মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম দু’টি মনোনয়নপত্র জমা দেন। তিনি ছাড়াও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ-৪ আসনের জন্য একটি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের জন্য আরেকটি মনোনয়নপত্র জমা দেন।

সর্বশেষ

জনপ্রিয়