শুক্রবার গণসংহতি আন্দোলনের মাথাল মিছিল: আসছেন জোনায়েদ সাকি
নারায়ণগঞ্জে গণসংহতি আন্দোলন (জিএসএ) জেলা ও মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নির্বাচনী প্রতীক ‘মাথাল’ নিয়ে মিছিল অনুষ্ঠিত হবে।
নগরের খানপুর মেট্রো হলের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিতাইগঞ্জ এলাকায় গিয়ে শেষ হবে।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
সমাবেশে বক্তব্য রাখবেন জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, জেলা নির্বাহী সমন্বয়কারী ও নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগর কমিটির সদস্য ফারহানা মানিক মুনা।
গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাস-চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক ও কিশোর গ্যাংমুক্ত নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার আহ্বানেই এ সমাবেশ ও মিছিল আয়োজন করা হয়েছে।





































