ডেঙ্গু আক্রান্ত টিপুকে দেখতে গেলেন এনসিপি নেতারা
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে দেখতে তার বাসায় যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা।
শনিবার (১৫ নভেম্বর) বিকালে টিপুর আমলাপাড়া বাসায় গিয়ে তার খোঁজখবর নেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল আমিন ও কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু।
এসময় উপস্থিত ছিলেন নিরব রায়হান, জাবেদ আলম, তরিকুল ইসলাম, রাকিব, বাঁধন ও ফারদিনসহ এনসিপি নেতা-কর্মীরা।
নেতাকর্মীরা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন।





































