৩০ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০১, ২৯ অক্টোবর ২০২৫

লগি-বৈঠার তাণ্ডব নিয়ে ছাত্রশিবিরের ডকুমেন্টারি

লগি-বৈঠার তাণ্ডব নিয়ে ছাত্রশিবিরের ডকুমেন্টারি

ইতিহাসের এক কালো অধ্যায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্রাজেডি সম্পর্কে ডকুমেন্টারি তৈরি ও প্রকাশ করেছে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৯ অক্টোবর) বিকালে মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠন ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, ডকুমেন্টারিতে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডবের ইতিহাস এবং তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের কর্মীদের দ্বারা সৃষ্ট “ফ্যাসিস্ট আওয়ামী সরকারের চরম বর্বরতা ও নিষ্ঠুর নির্যাতন” তুলে ধরা হয়েছে।

ডকুমেন্টারিতে ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত লগি-বৈঠার আক্রমণ এবং এর ফলে সংঘটিত হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরা হয়েছে। ওই ঘটনায় লগি বৈঠা দিয়ে আক্রান্ত হয়ে কয়েকজন নিহত হন। পরবর্তীতে এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ‘রক্তাক্ত ২৮ অক্টোবর’ বা ‘লগি-বৈঠা আন্দোলন’ নামে পরিচিতি পায়। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির এই ঘটনার বিচার দাবি করে আসছে এবং এটিকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে।

ডকুমেন্টারি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ, মহানগরী জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগর ছাত্রশিবির সভাপতি হাফেজ মো ইসমাইল, মহানগর ছাত্রশিবির সেক্রেটারি অমিত হাসানসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে ছাত্রশিবির চেষ্টা করেছে ইতিহাসের এই ঘৃণ্য অধ্যায় নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এবং ঘটনার সঠিক বিচার নিশ্চিত করার প্রার্থনা জানাতে।

সর্বশেষ

জনপ্রিয়