৩০ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৬, ২৯ অক্টোবর ২০২৫

সমমনা ইসলামী দলের ভোট ‘এক বাক্সে’ আনার আহ্বান

সমমনা ইসলামী দলের ভোট ‘এক বাক্সে’ আনার আহ্বান

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন (চরমোনাই), খেলাফত মজলিসসহ সমমনা ইসলামী দলসমূহের মধ্যে ঐক্য ও সমঝোতা সুদৃঢ় করার লক্ষ্যে এমপি প্রার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) রাত ৮টায় নারায়ণগঞ্জে আয়োজিত এই মতবিনিময় সভায় সমমনা দলগুলোর মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় প্রার্থীরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় ও গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় পর্যায়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা না হওয়া পর্যন্ত প্রত্যেকে নিজ নিজ দলের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। তারা একদলের প্রার্থী অন্যদলের প্রার্থীর বিরুদ্ধে কোনো সমালোচনা থেকে বিরত থাকার এবং ইসলামী দলসমূহের ভোট একত্রিত করে “এক বাক্সে” আনার আহ্বান জানান।

এছাড়া কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ইসলামী ঐক্যকে আরও সুদৃঢ় করার আবেদন জানানো হয় এবং সমঝোতার ভিত্তিতে যাকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে, তাঁকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় স্থানীয় পর্যায়ে এই ঐক্যকে আরও শক্তিশালী করতে শিগগিরই বৃহত্তর পরিসরে পুনরায় মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ, ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবদুল জব্বার, খেলাফত মজলিসের প্রার্থী ইলিয়াস আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মুফতি মামুনুর রশিদ, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির মহানগর সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি মুহাম্মদ নূরে আলম ও আবু সাঈদ, খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ এবং জামায়াতে ইসলামীর মহানগর সহকারী সেক্রেটারি এইচ. এম. নাসিরুদ্দিন।

সর্বশেষ

জনপ্রিয়