৩১ দফা বাস্তবায়নে মাসুদুজ্জামানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ
রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের রিভারভিউ শপিংমল, টানবাজার, বন্দর খেয়াঘাট, মিনাবাজারসহ বিভিন্ন এলাকায় এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ-এর পক্ষ থেকে এ কর্মসূচি আয়োজন করা হয়।
গণসংযোগে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
গণসংযোগে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনু।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে আনোয়ার হোসেন আনু বলেন, “আমাদের রাষ্ট্রকে ফ্যাসিস্ট সরকার যে অবস্থায় রেখে গেছে, সেই অবস্থা থেকে মুক্ত হতে হলে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন অপরিহার্য। বাংলাদেশের প্রতিটি স্তরে প্রশাসন থেকে সাধারণ মানুষের জীবন পর্যন্ত দুর্বিষহ করে রাখা হয়েছে। সে অবস্থা থেকে উত্তরণের জন্য তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফাই হচ্ছে রাষ্ট্র মেরামতের রূপরেখা।”
তিনি আরও বলেন, “এই প্রস্তাবনার আলোকে আগামীর বাংলাদেশ হবে জনকল্যাণমুখী ও আত্মনির্ভরশীল। মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষ থেকে আমরা এই ৩১ দফা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পথে নেমেছি। আমাদের লক্ষ্য— বহুদলীয় গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধার।”
আনোয়ার হোসেন আনু বলেন, “মাসুদুজ্জামান মাসুদ ভাই তাঁর মেধা, যোগ্যতা, দূরদর্শিতা ও মানবিক গুণাবলী দিয়ে জনগণের কল্যাণে কাজ করছেন। নারায়ণগঞ্জকে বসবাসযোগ্য নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করছেন। যেকোনো অন্যায় বা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব এবং ধানের শীষের পক্ষে কথা বলব।”
এ সময় উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. ইসমাঈল (মাস্টার), সদর থানা বিএনপির সহসভাপতি মহসিন উল্লাহ, মহানগর জাসাসের সহ-সাধারণ সম্পাদক মো. হানিফ, মহানগর যুবদলের সাবেক সদস্য মো. ইসলাম, রেলওয়ে পঞ্চায়েত কমিটির সভাপতি মো. শহীদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।





































