নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তরিকুল সুজন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংহতি আন্দোলনের দলীয় প্রার্থী হিসেবে তরিকুল সুজনকে মনোনীত করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকাল ৫টায় গণসংহতি আন্দোলনের জেলা কার্যালয়ে জেলা ও মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী তরিকুল সুজন এবং সঞ্চালনা করেন জেলা কমিটির নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস।
সভায় মহানগর কমিটির সমন্বয়কারী মোঃ বিপ্লব খান নারায়ণগঞ্জ-৫ আসনে মাথাল মার্কায় তরিকুল সুজনকে প্রার্থী হিসেবে প্রস্তাব করেন। পরে জেলার বিভিন্ন থানা ও গণসংগঠনের নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব সমর্থন করেন।
তরিকুল সুজন বলেন, “গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, এর মধ্য দিয়েই বাংলাদেশের জনগণ বিজয় অর্জন করেছে। গত ১৫ বছরে গুম, খুন ও সন্ত্রাসের বিপরীতে আমরা লড়েছি, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। এখন সময় এসেছে বাসযোগ্য ও নিরাপদ নারায়ণগঞ্জকে নতুনভাবে গড়ে তোলার।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগর কমিটির সদস্য ও ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, মহানগর অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, সদস্য মোঃ শাহজালাল, সিদ্ধিরগঞ্জ থানা আহ্বায়ক মোঃ জিয়াউর রহমান, সদস্য সচিব মোঃ সোহাগ, বন্দর থানা কমিটির সংগঠক আর এইচ পলাশ, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাইদুর রহমান, যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক সাকিব হাসান হৃদয়, গার্মেন্ট শ্রমিক সংহতির সংগঠক রনি শেখ, দেলোয়ার হোসেন, প্রতিবেশ আন্দোলনের সংগঠক তাইদ নূর প্রমুখ।