১৩ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৪০, ১১ আগস্ট ২০২৫

আপডেট: ২১:৫৪, ১১ আগস্ট ২০২৫

‘নতুন স্বাধীনতা’র সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে হবে: মাওলানা ফেরদাউস

‘নতুন স্বাধীনতা’র সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে হবে: মাওলানা ফেরদাউস

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কুরেরপাড় এলাকায় মুফতি মনির কাসেমীর পক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বাদ যোহর স্থানীয় নেতৃবৃন্দের আয়োজন এই সভায় সভাপতিত্ব করেন মাওলানা দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন মাওলানা শফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফেরদাউসুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “স্বাধীনতার পর আমাদের সামনে একটি বড় সুযোগ এসেছে। যদি আমরা এটি সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে এবং এলাকার উন্নয়ন সঠিক পথে এগোবে।”

তিনি আরও বলেন, “জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য সততা ও ন্যায়ের পথে কাজ করতে হবে। সুযোগ যদি অপচয় হয়, তবে ভবিষ্যতে তা ফিরে পাওয়া কঠিন হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মনোয়ার হোসেন, তাজুল ইসলাম আব্বাস, মুফতি দেলোয়ার, মোহাম্মদ ওসমান গনী, মাওলানা রুহুল আমিন, মাওলানা সাজ্জাদ হোসেন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা সাঈদ সরকার, হাফেজ মশিউর রহমান ও হাফেজ হানজালা প্রমুখ।

বক্তারা আগামী জাতীয় নির্বাচনে এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন। এছাড়াও সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়