‘আগামীর বাংলাদেশ গড়তে তরুণ ছাত্র-জনতার ভূমিকা অপরিহার্য’
“আগামীর বাংলাদেশ গড়তে তরুণ ছাত্র-জনতার ভূমিকা অপরিহার্য,”- এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
রবিবার (১০ আগস্ট) সকালে রূপগঞ্জের তারাবো অডিটোরিয়ামে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা জব্বার বলেন, “এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল এসেছে, এখন দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেছে। ঝিমিয়ে পড়লে চলবে না। দেশে মাস্টার্স ও ডিগ্রি পাস করে চাকরির জন্য হন্য হয়ে দৌড়ানোর যে প্রথা রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি কর্মমুখী শিক্ষা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।”
তিনি গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র-ছাত্রীদের ত্যাগ স্মরণ করে বলেন, “জাতি তাদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে।”
রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা ২০৪১ সালের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত তাকে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। আজ যারা সন্ত্রাস ও চাঁদাবাজিতে স্বৈরাচারীদের ছাড়িয়ে যাচ্ছে, তারাও একসময় পালানোর পথ খুঁজে পাবে না। সন্ত্রাসী ও চাঁদাবাজরা যে দলেরই হোক, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।”
শেষে তিনি বলেন, “এই দেশ সবার, আমরা সবাই মিলে দেশটিকে গড়ে তুলব, ইনশাআল্লাহ। দেশ গড়ার কাজে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে তোমাদের মতো তরুণ মেধাবীদের।”





































