১৩ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:২৮, ৯ আগস্ট ২০২৫

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে ব্যক্তিগত উদ্যোগ নিলেন যুবদল নেতা রনি

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে ব্যক্তিগত উদ্যোগ নিলেন যুবদল নেতা রনি

ভারি বৃষ্টির কারণে ফতুল্লার ডিএনডি এলাকার বিভিন্ন স্থানে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে সড়ক তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগে পড়ে। এ সমস্যা সমাধানে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

তিনি বলেন, “প্রতি বছরই আশা করি আগামী বছর জলাবদ্ধতার ভোগান্তি শেষ হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। সবচেয়ে বেশি দুর্ভোগ হয় ছোট ছোট শিক্ষার্থীদের। বৃষ্টির পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় উঁচু-নিচু জায়গা বা গর্ত বোঝা যায় না, ফলে অসতর্কতাবশত বিপদে পড়তে হয়। এসব মেনে নিয়েই শিশুরা স্কুলে যায়। বাসায় ফিরে আসে।”

রনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যক্তিগত উদ্যোগে ভেকু লাগিয়ে খাল পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে ডিএনডির প্রায় ২০টি গ্রামের সড়ক হাঁটু সমান পানিতে তলিয়ে আছে।

শনিবার (৯ আগস্ট) ফতুল্লা ডিএনডি এলাকায় পরিদর্শনে এসে তিনি পানি নিষ্কাশনের জন্য দখলকৃত খাল উদ্ধার ও পরিষ্কারের ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, “বিগত প্রায় ১৭ বছর এই জলাবদ্ধতা নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয়নি। প্রকৃত সমস্যা নির্ণয় করে পরিকল্পিতভাবে কাজ করতে হবে, নয়তো জলাবদ্ধতা পুনরায় হবে। ডিএনডি এলাকার প্রায় ১০ লাখ মানুষের দুর্ভোগ দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করব।”

ডিএনডি প্রকল্পের আওতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় ১৩শ’ কোটি টাকার কাজ শেষ হলেও প্রকল্পের বাইরে থাকা নীচু এলাকার খালগুলো ভরাট থাকায় প্রকল্পের সুফল পুরোপুরি পাওয়া যাচ্ছে না বলে জানান রনি।

সর্বশেষ

জনপ্রিয়