বাংলাদেশে পুনরায় একটি লুটেরা শ্রেণি চেষ্টায় আছে: মঈন খান

আওয়ামী লীগকে একটি ‘অত্যাচারী শাসকের দল’ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “আওয়ামী লীগের মত ও কার্যপদ্ধতি কোনো মতেই বিএনপি অনুসরণ করতে পারে না।”
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির প্রয়াত নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলীয় নেতা-কর্মীর উদ্দেশে তিনি বলেন, “আগামীতে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আসলে আপনারা বাংলাদেশের মানুষকে এমন এক রাজনীতি উপহার দেবেন; যেখানে হিংসা, মারামারি, সংঘাত থাকবে না। শহীদ প্রেসিডেন্ট ঐক্যের রাজনীতি সৃষ্টি করেছেন। প্রতিহিংসার রাজনীতি সবসময় বিএনপি বর্জন করেছে। দেশনেত্রী খালেদা জিয়াও কখনো প্রতিহিংসার রাজনীতির শিক্ষা দেন নাই, তিনি বরং ধৈর্যের রাজনীতির শিক্ষা দিয়েছেন। তারেক রহমানও আমাদের কখনো উচ্ছৃঙ্খল রাজনীতির শিক্ষা দেন নাই। আমাদের রাজনীতি সহনশীলতা, বন্ধুত্ব ও ঐক্যের রাজনীতি।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারের বিদায়ের পর দেশের মানুষ নতুন করে আশা-প্রত্যাশা করতে শিখেছে। তাই সকলকে সঠিক পথে চলতে হবে। মনে রাখতে হবে, আওয়ামী লীগ একটি অত্যাচারী শাসকের দল। তাদের দল, মত ও কার্যপদ্ধতি কোনো মতেই বিএনপি অনুসরণ করতে পারে না। কারণ আমরা রাজনীতি শিখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা ও শৃঙ্খলা, দেশনেত্রী খালেদা জিয়ার নীতির প্রশ্নে আপোসহীনতা, এবং তারেক রহমানের ধৈর্যের রাজনীতি থেকে। এই তিন আদর্শ থেকে আমরা যেন কোনোভাবে বিচ্যুত না হই।”
‘আওয়ামী লীগের হিংসা, বিদ্বেষ, দমন-পীড়ন, গুম, খুন, মামলা-হামলা’র রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান জানান বিএনপির এ নেতা।
মঈন খান বলেন, “গণতন্ত্রের জন্য গত বছর জুলাই-আগস্টে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে বিপ্লব করেছেন, তারা কেন জীবন দিয়েছে সেই উপলব্ধি আমাদের আসতে হবে। ২০২৪ সালের বিপ্লব কিন্তু লুটেরাদের জন্য হয় নাই। এ বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে পুনরায় একটি লুটেরা শ্রেণি একই চেষ্টায় আছে। এইটা হতে পারে না। প্রত্যেককে সজাগ থাকতে হবে।”
দলীয় কর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ তাদের অপকর্মের জন্য আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। আওয়ামী লীগের একটি লোকও এখনও অনুশোচনা করেনি। কারণ, তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। কিন্তু ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে।”
“ছাত্র-জনতা যারা জীবন দিয়েছিলেন; তাদের প্রতি, তাদের রক্তের প্রতি আমরা বিশ্বাসঘাতকতা যেন কোনো অবস্থাতেই না করি”, যোগ করেন তিনি।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন হবে বলে বিশ্বাস করি।”
রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ স্মরণ সভার আয়োজন হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক সেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান প্রমুখ।