১৩ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:১৪, ৯ আগস্ট ২০২৫

বন্দর থানাকে দুটি আসনে বিভক্তির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন

বন্দর থানাকে দুটি আসনে বিভক্তির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন

বন্দর থানাকে দুটি আসনে বিভক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও মিছিল করেছে বন্দর উপজেলা জামায়াতে ইসলামী।

শনিবার (৯ আগস্ট) আসরের নামাজের পর বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৯টি ওয়ার্ড ও ৫টি ইউনিয়ন নিয়ে বন্দর থানা। উপজেলার পাঁচটি ইউনিয়নকে সোনারগাঁ-৩ ও নাসিক ৯টি ওয়ার্ডকে নারায়ণগঞ্জ-৫ আসনে বিভক্ত করায় তার এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন।

মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন বন্দর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী।

তিনি বলেন, “বন্দর থানাকে বিভক্ত করার নীলনকশা যারা করছেন তারা শুধু স্বপ্ন দেখছেন, যা কখনো পূরণ হবে না।’’

নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘প্রয়োজনে ৫টি ইউনিয়ন সিটিতে অন্তর্ভুক্ত করে ৫ নম্বর আসনেই রাখুন, এতে সবারই মঙ্গল হবে। অহেতুক সোনারগাঁয়ের সঙ্গে টানাটানি করবেন না।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মোহাম্মদ ইসরাইল হোসেন, উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক মো. শামসুদ্দোহা, উপজেলা রাজনৈতিক বিষয়ক সম্পাদক মাওলানা রেজাউল করিমসহ জামায়াত নেতা আব্দুল মুহিত, মোহাম্মদ শাহিন মিয়া, মো. আব্দুস সালাম, শাহাআলম শাহিন, হাফেজ মাওলানা কাউছার আলম, মো. আজমাইন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, জাকির হোসাইন, নজরুল ইসলাম আমিনী, আবদুল্লাহ মুহাম্মদ সুমন রানা, নজরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়