পথশিশুদের নিজ হাতে খাবার খাওয়ালেন টিপু

নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় রেলস্টেশন চত্বরে পথশিশুদের জন্য মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। তার এই ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে প্রতি শুক্রবার জুম্মার নামাজের পর পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় ৮ আগস্ট জুমার পর নিজ হাতে পথশিশুদের মাঝে খাবার পরিবেশন করেন তিনি।
খাবার বিতরণ শেষে অ্যাডভোকেট টিপু জানান, পথশিশুদের মাঝে নিয়মিত খাবার বিতরণ কার্যক্রমের পাশাপাশি তাদের জন্য শিক্ষা কার্যক্রমও শুরু করা হয়েছে। যতদিন বেঁচে থাকবেন, এই মানবিক কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন, ‘আমি চাই প্রতিদিনই যেন এই শিশুদের মাঝে খাবার দিতে পারি। শুধু খাবার নয়, এদের লেখাপড়ার জন্যও আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। যাতে তারা সমাজে অবহেলার পাত্র না হয়ে সম্মানের সাথে বাঁচতে পারে।’
সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনেক সময় খাবার অপচয় করা হয়। সেই খাবার যদি এসব শিশুদের জন্য ব্যবহার করা হতো, তাহলে তারা কখনোই অনাহারে থাকতো না। ফলে তারা মাদকাসক্ত হবে না, চুরি-ডাকাতির মত কাজ করবে না। তাদের জন্য ভালো কিছু করার অনেক কাজ আছে।’
এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার সুযোগ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চান।
এসময় তার সঙ্গে ছিলেন ১২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, যুগ্ম সম্পাদক মো. হাসেম, ১২নং ওয়ার্ড বিএনপির মাহাবুব হোসেন, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, গার্মেন্টস শ্রমিক দল নেতা মো. মনির মিয়া ও মাসুদ মিয়া প্রমুখ।