সাংবাদিক শরীফ চিস্তির মায়ের কুলখানি

দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শরীফ হাসান চিস্তির মায়ের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বাদ জোহর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ডের খান বাড়িস্থ নিজ বাড়িতে এ কুলখানি অনুষ্ঠিত হয়।
মরহুমার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, মিলাদ মাহফিল ও কবর জিয়ারত করা হয় এবং গরিবদের মধ্যে খাবার বিতরণ করা হয়। মরহুমা গত ৫ আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মরহুম খাজা মহর আলী চিস্তির স্ত্রী ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা তামিম বিল্লাহ্ আল কাদরী। এছাড়া সহায়তায় ছিলেন মুফতি সোলায়মান আল কাদরী, মাওলানা মুফতি হোসাইন আল আমিন, মুফতি হাসান মুরাদ, মুফতি আবু সুফিয়ান ও হাফেজ মাওলানা আলাউদ্দিন।
নীরবাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম ইমদাদুল হক মিলনসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক ও গণমাধ্যমকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।