১৩ আগস্ট ২০২৫

প্রকাশিত: ১৯:৫৪, ৯ আগস্ট ২০২৫

তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠবে: ইমতিয়াজ বকুল

তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠবে: ইমতিয়াজ বকুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

শনিবার (৯ আগস্ট) দুপুরে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের ঐতিহাসিক আনন্দবাজার হাটে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের প্রচারপত্র বিলি শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আগামীর নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে। তাঁর দেওয়া ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে। মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতেও তিনি বদ্ধপরিকর।”

বর্তমান সরকারকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে বকুল বলেন, “শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ছিলেন, এখনও আছেন। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। একটি মহল এ দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।” তিনি এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

প্রচারপত্র বিলি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মিজান, নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী রুহুল আমিন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন অভি, উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি নাজমুল করিম ইয়াসিন, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম প্রধান, সনমান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মিয়া, উপজেলা ছাত্রদল নেতা ইউনুস খাঁন, বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আফসান আদিব, ইউনিয়ন ছাত্রদল নেতা আজমাইন আহমেদ শাকিলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়