১৩ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৬, ১০ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশনে হাতেম সভাপতি ও মঈন সম্পাদক

নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশনে হাতেম সভাপতি ও মঈন সম্পাদক

নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশন (এনজিএ) এর দ্বিবার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় চাষাঢ়াস্থ বিকেএমইএ সভাকক্ষে। সভায় অতিথিবৃন্দ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ সীমাহীন দুর্নীতি, অনাচার ও বৈষম্যের ফলে সৃষ্ট, যা ১৯৪৭ ও ১৯৭১ এর অপূর্ণতার বহিঃপ্রকাশ। রক্তাক্ত লাল জুলাইয়ের শহীদদের ত্যাগের মর্যাদা দিতে সৎ, ন্যায়নিষ্ঠ, যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন, যা বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনে সহায়ক হবে।”

অনুষ্ঠানে জুলাইয়ের শহীদদের জাতীয় বীর ঘোষণায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানানো হয় এবং ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের স্বীকৃত জাতীয় বীরদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এসময় প্রয়াত উপদেষ্টা ও সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন আলোর তরী পত্রিকার সম্পাদক মিকাঈল ইসলাম রাজ।

সভায় সভাপতিত্ব করেন এনজিএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং সঞ্চালনা করেন বিভাগীয় সম্পাদক আরিফ মিহির। কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মঈন আহ্সান।

এসময় বক্তব্য রাখেন—নারায়ণগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি ও বাংলাদেশ কটন এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আইয়্যুব, বিকেএমইএ এর প্রাক্তন সভাপতি মো. ফজলুল হক, প্রাক্তন পাবলিক প্রসিকিউটর এড. নবী হোসেন, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নূরউদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নাসির উদ্দিন মন্টু, এনজিএ যুগ্ম সম্পাদক নাজমুল হাসান রুমি ও ড. মো. সাইদুল ইসলাম অপু।

সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৭ সেশনের জন্য মোহাম্মদ হাতেম সভাপতি ও মঈন আহ্সান সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ হাতেম বলেন, “যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ নারায়ণগঞ্জ আমাদের কাম্য। এ লক্ষ্যে শিক্ষিত জনগোষ্ঠীর ঐক্য ও সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।”

সর্বশেষ

জনপ্রিয়