‘আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে ছাত্রদের অগ্রণী ভূমিকা রাখতে হবে’

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ‘‘ভবিষ্যতের উন্নত ও সুন্দর বাংলাদেশ গড়তে হলে ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইতিহাস প্রমাণ করে ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধ এবং ২৪’র গণঅভ্যুত্থানসহ নানা পরিবর্তনের পেছনে ছাত্ররা সবসময়ই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।’’
শনিবার (৯ আগস্ট) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী কর্মী তারবিয়াত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম শাহিন আদনানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মো. সুলতান মাহমুদ, সংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুল আলম, অর্থ সম্পাদক ইসমাইল প্রমুখ।
মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, “যদি আমরা আগামীতে খোদাভীরু ও যোগ্য শাসক নির্বাচন করতে ব্যর্থ হই, তাহলে আওয়ামী স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসনের চেয়েও ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে।”