নারায়ণগঞ্জ-৫ এর সীমানা পরিবর্তনের সুপারিশ বাতিলের দাবি মাকসুদের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সীমানা পুনঃবিন্যাসে নারায়ণগঞ্জ-৫ আসনে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত এই পরিবর্তনে বন্দর উপজেলা নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিচ্ছিন্ন করে সোনারগাঁয়ের সঙ্গে যুক্ত করে নারায়ণগঞ্জ-৩ আসনের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জ-৫ আসনকে সীমাবদ্ধ করা হয়েছে কেবল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায়।
এই সুপারিশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব মো. মাকসুদ হোসেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “এই সীমানা পুনঃবিন্যাস বন্দর উপজেলার জনগণের সঙ্গে চরম অবিচার। এটি শুধুমাত্র একটি রাজনৈতিক রদবদল নয়, বরং বন্দরবাসীর আবেগ ও অস্তিত্বে আঘাত হানার শামিল। ইতোমধ্যেই নানা কারণে পিছিয়ে থাকা এই উপজেলা উন্নয়ন থেকে আরও বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বে। এ সিদ্ধান্ত একটি গভীর ষড়যন্ত্র।”
তিনি আরও বলেন, “শীতলক্ষ্যা নদীর দুই পাড়ের মানুষ যুগ যুগ ধরে সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিকভাবে সংযুক্ত। এই বিভাজন সেই ঐতিহাসিক সম্পর্ক ছিন্ন করবে। বন্দর উপজেলা নারায়ণগঞ্জ-৫ আসনের অবিচ্ছেদ্য অংশ, এটি কোনো প্রশাসনিক ইউনিট নয়, একটি জনপদের ঐক্যের প্রতীক।”
মাকসুদ হোসেন দাবি করেন, “এই সিদ্ধান্তের মাধ্যমে ভোটারদের মতামতকে অবজ্ঞা করা হয়েছে। বন্দরকে দুইটি ভিন্ন আসনে ভাগ করে দিলে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে, ফলে এ উপজেলা আরও অবহেলিত হয়ে পড়বে।”
তিনি নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “এই অযৌক্তিক, অবিচারপূর্ণ ও প্রহসনমূলক সুপারিশ অবিলম্বে বাতিল করুন এবং নারায়ণগঞ্জ-৫ আসনের পূর্ববর্তী সীমানা পুনর্বহাল করুন।”