২৬ জুলাই ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশিত: ২২:৩০, ২৪ জুলাই ২০২৫

জিসানের মুক্তিতে

দমন-পীড়ন, মামলা গ্রেপ্তারে আমাদের থামানো যাবে না: ছাত্র ফেডারেশন

দমন-পীড়ন, মামলা গ্রেপ্তারে আমাদের থামানো যাবে না: ছাত্র ফেডারেশন

মিথ্যা ও হয়রানিমূলক মামলায় প্রায় ৭৩ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য ও সংবাদকর্মী জান্নাতুল ফেরদৌস জিসান। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে তিনি কারাগার থেকে মুক্ত হন।

গত ১২ মে রাতে শহীদনগর এলাকায় নিজ বাসা থেকে জিসানকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ ছিল, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা দেওয়ার পাশাপাশি পুলিশের ওপর হামলায় তিনি জড়িত ছিলেন।

তবে মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ জিসানের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এমনকি জামিন আবেদন একাধিকবার খারিজ হওয়ার পরও ৩১ মে কারাগার থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে বাধ্য হন তিনি।

জিসানের গ্রেপ্তারের পর বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা আইনি ও রাজনৈতিকভাবে তার মুক্তির দাবিতে সক্রিয় ভূমিকা রাখে। সর্বশেষ মামলাটি হাইকোর্টে উপস্থাপনের পর গত সোমবার তার জামিন মঞ্জুর হয়।

এ বিষয়ে এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা এবং সাধারণ সম্পাদক সৃজয় সাহা বলেন, “রাষ্ট্রীয় রক্তচক্ষু উপেক্ষা করেই আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। গণহত্যাকারী ও তাদের দোসররা যখন অবলীলায় ঘুরে বেড়ায়, তখন মুক্তির লড়াইয়ে থাকা একজন যোদ্ধাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো দেশের বিচার ব্যবস্থার ওপর প্রশ্ন তোলে।”

তারা আরও বলেন, “জিসানের মুক্তি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলেও, তাকে গ্রেপ্তার ও দীর্ঘদিন আটক রাখার ঘটনা রাষ্ট্রীয় দমন-পীড়নের নগ্ন বহিঃপ্রকাশ। সত্য উচ্চারণকারীদের মুখ বন্ধ করতেই রাষ্ট্র এই পথ বেছে নিয়েছে। দমন-পীড়ন, মামলা কিংবা গ্রেপ্তার দিয়ে আমাদের থামানো যাবে না।”

ছাত্র ফেডারেশন নেতারা স্পষ্ট করে জানান, এই লড়াই কেবল একজন জিসানের নয়- এটি সত্য, ন্যায় ও মুক্তির পক্ষে দাঁড়ানো প্রতিটি মানুষের লড়াই।

সর্বশেষ

জনপ্রিয়