মাসদাইরের জলাবদ্ধতা নিরসনের আহ্বান ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ মাসদাইরের ১৩নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন এবং জলাবদ্ধতার কারণে সৃষ্ট সমস্যা সম্পর্কে স্থানীয়দের সাথে আলাপ-আলোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জলাবদ্ধতা নিরসনের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে মাসদাইরের ১৩নং ওয়ার্ড এলাকা পরিদর্শনকালে এ আহ্বান জানান নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৩নং ওয়ার্ডের সভাপতি মাহবুব ও সেক্রেটারি ইমদাদ হোসাইন।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, অত্র এলাকায় জলাবদ্ধতার কারণে নোংরা পানিতে মশার উপদ্রবসহ বিভিন্ন রোগ ব্যাধি ছড়াচ্ছে। কাজেই এই অবস্থা সমাধানের জন্য জরুরি ব্যবস্থা নিন।