আতাউর রহমান মুকুলকে দেখতে গেলেন মুফতি মাসুম বিল্লাহ

সন্ত্রাসী হামলায় আহত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বন্দর উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় গেছেন ইসলামী আন্দোলনের নেতারা।
রোববার (৬ জুলাই) রাতে তার বাসায় যান ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। তিনি মুকুলের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে মুকুলের বাসায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।