নুরের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ও সড়ক অবরোধ

রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদ।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের হয়ে প্রেসক্লাব মোড় ঘুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নিয়ে ১৫ মিনিট সড়ক অবরোধ করে রাখেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ বলেন, “দেশ ও দেশের জনগণের কল্যাণে কথা বলতে গিয়ে যে রক্ত দেওয়া হয়েছে তার প্রতিদান দেশের মানুষই দেবে। ভিপি নুর ফ্যাসিস্ট সরকারের আমলেও জনগণের পক্ষে কথা বলে নির্যাতনের শিকার হয়েছিলেন—এই ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না।”
নেতারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই বর্বরোচিত হামলায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তারা।
মশাল মিছিলে অংশ নেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সহসভাপতি নাজমুল হাসান, মহানগর সভাপতি আরিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাহুল আরফান, যুব অধিকার নেতা আরিয়ান রিপনসহ অন্যান্য নেতা-কর্মীরা।
রাত ১১টা ২ মিনিটে অবরোধ তুলে নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদল ও এনসিপির নেতা-কর্মীরাও সংহতি জানিয়ে অংশ নেন।