হেফাজতের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত: ফেরদাউস

নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, “বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতাকে ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।”
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ শহরে নারী বিষয়ক সংস্কার কমিশন, সংবিধানে 'বহুত্ববাদ' শব্দ সংযোজনের প্রস্তাব ও ‘মানবিক করিডোর’ এর নামে দেশের ভৌগোলিক অখণ্ডতা হানির আশঙ্কার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “ভারত বা আমেরিকার এজেন্ডা কে বাস্তবায়ন করবে, তা আমরা জানতে চাই না। একমাত্র ইসলামী সংগঠনগুলোই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে সক্রিয় ভূমিকা রাখছে। যদি ভবিষ্যতে দেশ রক্ষার কোনো যুদ্ধের ঘোষণা আসে, হেফাজতের কর্মীরাই রাজপথের সম্মুখভাগে থেকে সেই লড়াইয়ে অংশ নেবে। আমরা কারো সঙ্গে আপোষ করতে চাই না। দেশের জন্য রক্ত দিতে, জীবন দিতে প্রস্তুত।”
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কেবল টেবিলের এসির নিচে বসে ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ বাস্তবায়নের স্বপ্ন দেখেন। কয়েকটি গাছ লাগালেই নারায়ণগঞ্জ সবুজ হয়ে যায় না। মসজিদের ইমামদের সঙ্গে পরামর্শ করুন, আমাদের সঙ্গে কথা বলুন—তাহলেই সঠিকভাবে ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ বাস্তবায়ন সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে প্রকৃত উন্নয়ন হচ্ছে না, রাস্তাঘাটে ময়লা-আবর্জনা পরিষ্কার হচ্ছে না। জনগণ মনে করে, আপনারা শুধু স্লোগান দেন, বাস্তবে কিছু করেন না।”
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, হেফাজতের নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলাগুলো দ্রুত প্রত্যাহার করতে হবে। নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে। দাবি আদায় করতে হেফাজতে ইসলাম কীভাবে কাজ করে, তা আমরা জানি।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন—নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি মুফতি হারুনুর রশিদ, মাওলানা মীর আহমাদুল্লাহ, মাওলানা কামাল উদ্দিন দায়েমি, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, এবং মাওলানা সাইফুল ইসলাম।