প্রতিবন্ধীদের আলোকিত মানুষ গড়তে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

প্রতিবন্ধীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে এবং তাদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান ও সরকারি স্বীকৃত শ্রেষ্ঠ সংগঠক এম এ মান্নান ভূঁইয়া।
শুক্রবার (২৩ মে) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মধুগড় এলাকায় অবস্থিত ‘আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’-র তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রতিবন্ধী স্কুল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
মান্নান ভূঁইয়া বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং একটু সহানুভূতি, সহযোগিতা ও সুযোগ পেলে তারাও আলোকিত ভবিষ্যৎ গড়তে পারে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এই দায়িত্ব নিতে হবে।”
পরিদর্শনকালে জানা যায়, আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম রেজা নিজের টিউশনের অর্থে দীর্ঘদিন ধরে ১৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠদান করে আসছেন। কিন্তু বই, খাতা, কলমসহ শিক্ষাসামগ্রীর সংকট, জরাজীর্ণ শ্রেণিকক্ষের টিনের ছাদ, বৃষ্টিতে পানিবন্দি অবস্থাসহ নানা সমস্যায় স্কুলটি বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। ফ্যানের অভাবেও শিক্ষার্থীদের পাঠদানে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়া সেলিম রেজা এখন স্কুল পরিচালনায় কঠিন সংগ্রাম করছেন, তবুও তিনি থেমে নেই। তিনি সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন এবং প্রতিবন্ধীদের মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানিয়েছেন।
এই স্কুলে মানবিক কিছু নারী শিক্ষক মায়ের মতো স্নেহ, আদর ও ভালোবাসা দিয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাদান করছেন। শুধু পাঠদান নয়, শারীরিক, মানসিক ও খেলাধূলার দিক থেকেও তাদের উন্নয়নের প্রতি মনোযোগ দিচ্ছেন তারা।
পরিদর্শন শেষে মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া সরকারের সুদৃষ্টি কামনা করেন এবং সমাজের সকল হৃদয়বান মানুষকে মানবিক গুণাবলী নিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি, তিনি নিজেও প্রতিবন্ধীদের পাশে থাকার এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।