২৫ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৪০, ১৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৪:৪৫, ১৫ এপ্রিল ২০২৫

মার্চ ফর ড. ইউনূস

সংস্কারের আগে নির্বাচন নয় দাবিতে মানববন্ধন

সংস্কারের আগে নির্বাচন নয় দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জে 'মার্চ ফর ড. ইউনূস' কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণের ব্যানারে প্রায় অর্ধ শতাধিক তরুণ। তারা সংস্কারের আগে কোনো নির্বাচন নয়—এই দাবি তুলে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কমপক্ষে ৩ বছর করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে প্রেসক্লাব ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল— “দেশের সংস্কারকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন। আগে সংস্কার, তারপর নির্বাচন। কণ্ঠে লাগাও আবার জোর, স্বৈরাচারেরা দিবে দৌড়।”

মানববন্ধনে জুলাই আন্দোলনে আহত আলভী ইসলাম নিলয়, আলিফ দেওয়ান ও ফাহিম খন্দকার অমি-সহ কয়েকজন তরুণ বক্তব্য দেন।

বক্তারা বলেন, “সাধারণ মানুষ এখন ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে আশার আলো দেখছেন। দেশের মানুষ পরিবর্তন চায়। তাই আমরা চাই, আগে দেশে প্রয়োজনীয় সংস্কার হোক, তারপর নির্বাচন। শুধু নির্বাচন দিয়ে সমস্যার সমাধান হবে না। দীর্ঘমেয়াদী সমাধান আনতে সংস্কার অপরিহার্য।”

তারা আরও বলেন, “ড. ইউনূস দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে দিনরাত পরিশ্রম করছেন। তিনি চান বৈদেশিক বিনিয়োগ আসুক, দেশে কর্মসংস্থান বাড়ুক, বেকারত্ব হ্রাস পাক। তিনি একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছেন, যেখানে কেউ ব্যবসা করতে গিয়ে চাঁদাবাজির শিকার হবে না। আর এজন্য আমাদের দরকার শক্তিশালী সংস্কার প্রক্রিয়া এবং একটি স্থিতিশীল অন্তর্বর্তীকালীন সরকার, যেটির মেয়াদ হবে অন্তত তিন বছর।”

বক্তারা দাবি করেন, ড. ইউনূসের নেতৃত্বে এই সরকার দেশের ভবিষ্যৎ পরিবর্তনে বড় ভূমিকা রাখবে। তারা বলেন, “আজ আমাদের উপস্থিতি কম হলেও ভবিষ্যতে এই দাবিতে দেশের মানুষ এক কাতারে দাঁড়াবে।”

সর্বশেষ

জনপ্রিয়