সিদ্ধিরগঞ্জে ১৭ ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
সিদ্ধিরগঞ্জ নাসিক ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিতাস গ্যাসের কর্মকর্তারা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধ গ্যাস সংযোগ ও অতিরিক্ত চুলা ব্যবহারের অভিযোগে ১৭টি ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ নাসিক ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকায় একাধিক ভবনে অবৈধ গ্যাস সংযোগ ও অতিরিক্ত চুলা ব্যবহার করে আসছিল ভবন মালিকরা। এর আগে একাধিকবার অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও রাতের আঁধারে একটি চাঁদাবাজ চক্র পুনরায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিত। এতে সরকার প্রতি মাসে বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতির সম্মুখীন হচ্ছিল।
বিভিন্ন সূত্রে জানা যায়, ওই চক্রটি বিভিন্ন সংস্থার লোকজনকে ‘ম্যানেজ’ করার কথা বলে ভবন মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করত।
হাউজিং এলাকার বাসিন্দারা জানান, এলাকায় অধিকাংশ ভবনের গ্যাস সংযোগ অবৈধ হওয়ায় সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। ভবিষ্যতে কেউ অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার (প্রকৌশলী) আসাদুজ্জামান আজাদ বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে ১৭টি ভবনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে ভবন মালিকদের ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে ভবন মালিকরা রাষ্ট্রীয় রাজস্বের ক্ষতি করছেন, পাশাপাশি এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। ভবিষ্যতে যারা অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





































