বিমান দুর্ঘটনায় পূজা ফ্রন্টের শোক র্যালি প্রার্থনা

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোকাহত পুরো দেশ। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো থামছে না মৃত্যুর মিছিল। ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশই হচ্ছে শিশু।
হৃদয়বিদারক মাইলস্টোন স্কুলের ভবনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় শনিবার (২৬ জুলাই) বিকেল ৪টায় পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে শহরে শোক র্যালি বের হয়। র্যালি শেষে নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা হয় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে।
প্রর্থনা শোক র্যালি শেষে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সাংগঠনিক পরিচিতি সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী সমীর কুমার বসু। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী সুরঞ্জন ঘোষ সহ-সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি, শ্রী মানিক লাল ঘোষ যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি, শ্রী জয়দেব রায় জয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী অভয় কুমার রায় আহ্বায়ক পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটি।
এছাড়াও প্রার্থনা সভা ও সাংগঠনিক পরিচিত সভায় উপস্থিত ছিল পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সকল নেতৃবৃন্দ।