২৭ জুলাই ২০২৫

প্রকাশিত: ২২:৪০, ২৬ জুলাই ২০২৫

‘শিক্ষার গুণগত পরিবর্তনে আদর্শবান শিক্ষকদের ভূমিকা অপরিহার্য’

‘শিক্ষার গুণগত পরিবর্তনে আদর্শবান শিক্ষকদের ভূমিকা অপরিহার্য’

নারায়ণগঞ্জ মহানগরীতে শিক্ষার গুণগত উন্নয়নে আদর্শ ও সৎ শিক্ষকদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন জামায়াত নেতা মাওলানা মঈন উদ্দিন আহমাদ।

শনিবার (২৬ জুলাই) সকালে মিশনপাড়ার আন-নূর মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন “আদর্শ শিক্ষক ফেডারেশন” নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত শিক্ষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা মঈন উদ্দিন আহমাদ বলেন, “দেশে আদর্শ শিক্ষকরা এগিয়ে এলে শিক্ষা খাতে যুগান্তকারী পরিবর্তন সম্ভব। সৎ, আদর্শবান শিক্ষকদের হাত ধরেই শিক্ষার গুণগত মান উন্নত হবে ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “৫ আগস্টের পর জাতি যে পরিবর্তনের স্বপ্ন দেখছে, তার অন্যতম ভিত্তি হতে হবে শিক্ষার আমূল সংস্কার। কিশোর গ্যাং ও মাদকের ছোবল থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে আদর্শ শিক্ষকদের ভূমিকা অপরিহার্য।”

সভায় সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ওমর ফারুক এবং সঞ্চালনা করেন সেক্রেটারি নুরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ডক্টরস ফোরামের সভাপতি ডা. আলী আশরাফ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

সর্বশেষ

জনপ্রিয়