বন্দরে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি

বন্দরে আসমত আলী নামে এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এ সময় বসত ঘরের দরজা ও তালা ভেঙ্গে ভিতরে ঢুকে স্টীলের আলমারিতে রক্ষিত নগদ সোয়া লাখ টাকা, ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, মূল্যবান মালামাল ও ফ্রিজে থাকা মাছ মাংসও নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার (২৫ জুলাই) রাত সোয়া ৮টায় বন্দর ২০নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আসমত আলীর স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে শনিবার (২৬ জুলাই) বিকেলে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, আসমত আলী সন্ধ্যার পর তার ভাড়া বাসায় চলে যায় এবং তার স্ত্রী মমতাজ বেগম ও সন্তানরা তাদের এক অসুস্থ আত্মীয় দেখতে গেলে এই সুযোগে ফাঁকা বাড়ি পেয়ে অজ্ঞাতনামা চোরের দল দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে স্টীলের আলমারি ভেঙ্গে ১ লাখ ২৫ হাজার টাকা, ১টি স্বর্ণের চেইন, আলমারিতে থাকা মূল্যবান জামা-কাপড়, ফ্রিজ থেকে মাছ ও মাংস নিয়ে যায়।