মে দিবসে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের শ্রমিক সমাবেশ

শ্রমিক ছাঁটাই-নির্যাতন, দমন-পীড়ন ও মামলা হয়রানি বন্ধ করে সুস্থ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, নারায়ণগঞ্জ জেলা শাখা। পাশাপাশি আগামী জাতীয় বাজেটে গার্মেন্টস শ্রমিকদের রেশনিং, বাসস্থান এবং বিনামূল্যে চিকিৎসা সেবার জন্য আলাদা বরাদ্দ রাখার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় নগরীর নবাব সলিমুল্লাহ সড়কের রামকৃষ্ণ মিশনের সামনে শ্রমিক সমাবেশ ও লাল পতাকার মিছিল করে সংগঠনটি।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি এম এ শাহীন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক মোস্তাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, “১৮৮৬ সালের ১ মে শিকাগো শহরের শ্রমিকদের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হলেও, বাংলাদেশে এখনও শ্রমিকরা ন্যায্য মজুরি, ৮ ঘণ্টা কর্মদিবস ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত। মালিকপক্ষ শ্রমিকদের দাবি তুললেই আইন লঙ্ঘন করে ছাঁটাই ও হয়রানির পথে হাঁটে।”
তারা আরও বলেন, “শ্রমিকের কাঁধে ভর করেই দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, অথচ শ্রমিকের জীবনের কোনো উন্নয়ন ঘটছে না। তাই শ্রমিক স্বার্থবিরোধী আইন বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করতে হবে। বাজেটে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে বরাদ্দ দিতে হবে।”
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন, “দাবি মানা না হলে মে দিবসের চেতনায় শানিত হয়ে শ্রমিকদের আন্দোলন আরও বেগবান করা হবে।”